হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে, বিদায় অধিনায়ক মাশরাফি

অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে বাংলাদেশ ১২৩ রানের বড় জয় পেয়েছে। পাশাপাশি জিম্বাবুয়েকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। তামিম ইকবালের ১২৮* ও লিটন কুমার দাসের ১৭৬ রানের ইনিংসে ভর করে ৪৩ ওভারে বাংলাদেশ তুলে ৩২২ রান। কিন্তু বৃষ্টি আইনে জেতার জন্য জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান। এই রান তাড়া করতে নেমে ৩৭.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৩ ওভারে ৩২২/২ (লিটন ১৭৬, তামিম ১২৮*)।

জিম্বাবুয়ে : ৩৭.৩ ওভারে ২১৮/১০ (টার্গেট ৩৪২)।

ফল : বাংলাদেশ ১২৩ রানে জয়ী।

সিরিজ : বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়ী।

আউট : টিনাসে কামুনহুকামউয়ি (৪), ব্রেন্ডন টেলর (১৪), শন উইলিয়ামস (৩০), রেগিস চাকাবা (৩৪), ওয়েসলি মাধভেরে (৪২), রিচমন্ড মুতুম্বামি (০), তিনোতেন্দা মুতুমবোডজি (৭), ডোনাল্ড টিরিপানো (১৫), সিকান্দার রাজা (৬১) ও টিসুমা (০)।

চরম বিপাকে জিম্বাবুয়ে, জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

লক্ষ্যটা ৩৪২ রানের। কিন্তু ১৭৩ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপাকে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩০ ওভারে ১৭৩। হাতে আছে ৩ উইকেট। সিকান্দার রাজা ৩৬ ও ডোনাল্ড তিরিপানো শূন্য রানে ব্যাট করছেন।

জিম্বাবুয়ের সপ্তম উইকেটটি শিকার করেন মুস্তাফিজুর রহমান। ৩০তম ওভারের তৃতীয় বলে মুতোমবোদজিকে (৭) ফেরান তিনি। এর আগে সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার হন মাধভেরে। লীয় ১৫০ রানের মাথায় পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। সাইফউদ্দিনের বলে আউট হওয়ার আগে ৩ চার ও ১ ছক্কায় ৪২ রান করে যান মাধভেরে।

তাইজুলের দ্বিতীয় শিকার টিরিপানো

ডোনাল্ট টিরিপানোকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তাইজুল ইসলাম। দলীয় ২০২ রানের মাথায় টিরিপানোকে সরাসরি বোল্ড করেন। ২ ছক্কায় ১৫ রান করে যান তিনি।

মুস্তাফিজের শিকার মুতুমবোডজি

১৭৩ রানের মাথায় তিনোতেন্দা মুতুমবোডজিকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার বলে স্লিপে মোহাম্মদ নাঈমের হাতে ধরা পড়েন মুতুমবোডজি। ৭টি রান আসে তার ব্যাট থেকে। তার আগে ১৬৪ রানের মাথায় রান আউটে কাটা পড়েন রিচমন্ড মুতুম্বামি। ২ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।

সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার মাধভেরে

আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও জিম্বাবুয়েকে টানছিলেন ওয়েসলি মাধভেরে। দ্রুতই তুলে ফেলেছিলেন ৪২ রান। কিন্তু আজ তাকে আর হাফ সেঞ্চুরি ছুঁতে দেননি সাইফউদ্দিন। দলীয় ১৫০ রানের মাথায় পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩ চার ও ১ ছক্কায় ৪২ রান করে যান তিনি।

চাকাবাকে ফেরালেন তাইজুল

ওয়েসলি মাধভেরের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে ফিরেছেন রেগিস চাকাবা। তাকে আউট করেছেন তাইজুল ইসলাম। তাইজুলের বলে বোল্ড হয়ে যান তিনি। ৪৫ বল খেলে ১ চারে ৩৪ রান করে যান তিনি। নিজের শততম ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমেছেন সিকান্দার রাজা।

অধিনায়ককে ফেরালেন আফিফ

তৃতীয় উইকেটে জিম্বাবুয়েকে টানছিলেন শন উইলিয়ামস ও রেগিস চাকাবা। তবে ৪৫ রানের বেশি যোগ করতে পারেননি তারা। দলীয় ৭৪ রানের মাথায় এই জুটি ভাঙেন আফিফ হোসেন ধ্রুব। তিনি সরাসরি বোল্ড করে দেন উইলিয়ামসকে। ৫ চারে ৩০ রান করে যান জিম্বাবুয়ের অধিনায়ক

উইলিয়ামস-চাকাবায় জিম্বাবুয়ের প্রতিরোধ

২৮ রানেই ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন অধিনায়ক শন উইলিয়ামস ও রেগিস চাকাবা। ইতিমধ্যে এই জুটি ৪৫ রান সংগ্রহ করেছে। অবশ্য লক্ষ্য বিশাল। ৪৩ ওভারে তাদের তুলতে হবে ৩৪২ রান। বৃষ্টি আইনের এই পাহাড়সম লক্ষ্য তাড়া করে শেভরনরা কতদূর যেতে পারে দেখার বিষয়।

টেলরকে ফেরালেন সাইফউদ্দিন

মাশরাফির পর জিম্বাবুয়ে শিবিরে দ্বিতীয় আঘাত করেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ২৮ রানের মাথায় তার বলে শর্ট মিডউইকেটে মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রেন্ডন টেলর। ১৫ বলে ৩ চারে ১৪ রান করে যান তিনি।

প্রথম ওভারেই মাশরাফির আঘাত

৩৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। মাশরাফি বিন মুর্তজার করা চতুর্থ বলে উইকেটের পেছনে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দেন তিনাসে কামুনহকামউয়ি। ৪ রান আসে তার ব্যাট থেকে।

৩২২ রানে থামলো বাংলাদেশ

প্রথম ম্যাচে ৩২১। দ্বিতীয় ম্যাচে ৩২২। অধিনায়ক মাশরাফি শেষ ওয়ানডে ম্যাচেও ৩২২ রানে থেমেছে বাংলাদেশ। আজ অবশ্য ওভার কম ছিল। বেরসিক বৃষ্টির কারণে ৭ ওভার কমে খেলা হয় ৪৩ ওভারে। ওভার কম হলেও রান কম করেনি টাইগাররা। লিটন কুমার দাসের ১৭৬ ও তামিম ইকবালের অপরাজিত ১২৮ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে তুলেছে ৩২২। জিততে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে করতে হবে ৩৪২ রান। বল হাতে কার্ল মুম্বা বাংলাদেশের তিনটি উইকেট নেন।

ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ

উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে ২৯২ রান তুলে আউট হন লিটন কুমার দাস। এরপর জুটি বাঁধেন মাহমুদউল্লাহ। কিন্তু বেশিদূর যেতে পারেননি। দলীয় ৩১২ রানের মাথায় কার্ল মুম্বার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফিরেন মাহমুদউল্লাহ। ৪ বল খেলে ৩ রান করে যান।

তামিমের রেকর্ড ভেঙে ফিরলেন লিটন

ওয়ানডেতে তামিম ইকবালের সর্বোচ্চ ১৫৮ রানের রেকর্ডটি আজ ভেঙে দিয়েছেন লিটন কুমার দাস। ১৪৩ বল খেলে ১৬টি চার ও ৮ ছক্কায় ১৭৬ রান করে যান। এরপর কার্ল মুম্বার বলে লং অনে সিকান্দার রাজার হাতে ধরা পড়েন। আউট না হলে হয়তো আজ প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরিও করে ফেলতে পারতেন।

তামিমের রেকর্ড ভাঙলেন লিটন

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের ছিল দুটি ১৫০+ ইনিংস। আজ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৫০+ রান করেছেন লিটন কুমার দাস। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ১৭৬ রান নিয়ে অপরাজিত আছেন। এর মধ্য দিয়ে লিটন ভেঙে দিয়েছেন তামিমের ১৫৮ রানের রেকর্ড। যা তিনি দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন।

লিটন-তামিমে দিশেহারা জিম্বাবুয়ে

লিটন কুমার দাস ও তামিম ইকবালকে রোখার মন্ত্র জানা নেই। ইতিমধ্যে তারা ১৪৯ রানের জুটি গড়েছে। তামিম তুলে নিয়েছে ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি। ১৩৫ বল খেলে ৬ চার ও ৪ ছক্কায় ১০০ রান পূর্ণ করেন।

২০০ রান পেরিয়ে বাংলাদেশ

১৮২ রান নিয়ে বৃষ্টির বাধার মুখে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে আবার ব্যাট করতে নেমেছে টাইগাররা। ইতিমধ্যে ২০০ রান পেরিয়েছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন কুমার দাসের জুটি ইতিমধে ২০০ ছাড়িয়েছে। ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান। তামিম ৮৮ ও লিটন ১১৪ রান নিয়ে ব্যাট করছেন।

৬টা ৪৫ মিনিটে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ১০ ওভার ব্যাটিং করতে বাংলাদেশ আবার মাঠে নামবে।

বৃষ্টি বন্ধ, খেলা শুরুর অপেক্ষা

তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে বিশাল সংগ্রহের পথে এগুচ্ছিল বাংলাদশে দল। কিন্তু হঠাৎই বাঁধ সেধেছে বৃষ্টি। আশার খবর, থেমেছে বৃষ্টি। মাঠ থেকে কভারও সরানো হয়েছে। এখন শুধু ম্যাচ শুরুর অপেক্ষায় প্রহর গুণছেন দর্শকরা। টস হেরে প্রথমে ব্যাট করে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ৩৩.২ ওভারে ১৮২ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন দুইজন। এরপরই নামে বৃষ্টি। ১১৬ বলে ১০২ রানে ব্যাট করছেন লিটন, অপরপ্রান্তে তামিমের সংগ্রহ ৭৯ রান।

বৃষ্টিতে খেলা বন্ধ

তামিম-লিটনের দেশসেরা ওপেনিং জুটিতে বড় স্কোরের পথে এগোচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে সেঞ্চুরির দেখা পেয়েছে লিটন কুমার দাস। সেঞ্চুরি থেকে ২১ রান পিছিয়ে তামিম ইকবাল। কিন্তু এরমধ্যে বেরসিক বৃষ্টি এসে হানা দিয়েছে। ৩৩.২ ওভারের মাথায় বৃষ্টি আসার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৮২ রান।

লিটনের সেঞ্চুরিতে বড় স্কোরের পথে বাংলাদেশ

প্রথম ম্যাচে খেলেছিলেন অপরাজিত ১২৬ রানের ইনিংস। তবে দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছিলেন লিটন কুমার দাস। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তুলে নিয়েছেন নিজ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। সে সঙ্গে ওয়ানডেতে এক হাজার রানের ক্লাবেও প্রবেশ করেছেন লিটন। ৩৩তম ওভারের পঞ্চম বলে শন উইলিয়ামসকে বাউন্ডারি হাঁকিয়ে ৯৬ থেকে ১০০ তে পৌঁছান লিটন। ১১৪ বল খেলে ১৩টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান তিনি। প্রথমটি করেছিলেন ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে।

২১ বছর আগের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে এ দুইজন গড়ে তুলেছেন ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি।

লিটন ও তামিম এ রেকর্ড গড়তে ভেঙেছেন ২১ বছরের পুরনো জুটি। এর আগে ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ১৭০ রানের ওপেনিং জুটি গড়েছিলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন। সে ম্যাচে শাহরিয়ার হোসেন করেছিলেন ৬৮ ও মেহরাব হোসেন করেছিলেন ১০১ রান।

তামিম ও লিটন এ ম্যাচে এখন পর্যন্ত ৩৩.২ ওভারে তুলেছেন ১৮২ রান। যেকোনো উইকেটেই এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ জুটি। চতুর্থ স্থানে থাকা সাকিব ও লিটনের ১৮৯ রানের জুটিকেও চোখ রাঙাচ্ছেন এ দুইজন। এছাড়া বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি সাকিব ও মাহমুদউল্লাহর। এ দুইজন নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে গড়েছিলে ২২৪ রানের জুটি। সে জুটি ভেঙে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়ার হাতছানি তামিম ও লিটনের সামনে।

দেড়শ রানের ওপেনিং জুটি গড়ে তুললেন তামিম-লিটন

মাশরাফির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে যেন সর্বোচ্চ চেষ্টাই করছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন। ওপেনিং জুটিতেই তারা এখন পর্যন্ত ১৬৩ রান তুলেছেন। দুইজনই এগোচ্ছেন সেঞ্চুরির দিকে। এছাড়া ১৯৯৯ সালে গড়া শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ওপেনিং জুটিতে রেকর্ড ১৭০ রানের পার্টনারশিপ ভাঙার দিকে এগিয়ে যাচ্ছেন তারা।

লিটনের পর তামিমের হাফসেঞ্চুরি

শুরুতে ধীরগতিতে ব্যাট করলেও দ্রুত মারমুখী ব্যাটিং শুরু করেন তামিম ইকবাল। ৩টি চার ও ছক্কায় ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরি তুলে দেন দেশসেরা ওপেনার। লিটনকে নিয়ে সিরিজে প্রথমবারের মতো তামিম যোগ করেন শতরানের জুটি।

লিটনের হাফসেঞ্চুরি
ব্যাটিংয়ে নেমে শুরু থেকে জিম্বাবুয়ে বোলারদের পেটাতে থাকেন লিটন দাস। অপরপ্রান্তে শুরুতে ধীরগতিতে ব্যাট করছেন তামিম। আট ওভার চার বলে দুজনে গড়েন ৫০ রানের জুটি। আর প্রথম পাওয়ার প্লে অর্থাৎ ১০ ওভার শেষে স্কোরবোর্ডে তোলে বিনা উইকেটে ৫৩ রান। ইনিংসের ১৬তম ওভারে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ৭টি চারের সাহায্যে এটি তার ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি।

দারুণ শুরু বাংলাদেশের
গত দুই ম্যাচে দারুণ ব্যাট করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দুজনই এ সিরিজে ক্যারিয়ার সেরা স্কোরের দেখা পেয়েছেন। প্রথম ম্যাচে লিটন ১২৬ ও পরের ম্যাচে তামিম করেন ১৫৮ রান। তৃতীয় ওয়ানডেতেও দুজনের চাওয়া কেউ একজন দলের হাল ধরুক। তাইতো বেশ আস্থার সঙ্গে ব্যাট করছেন তারা।

নাঈম-আফিফের অভিষেক, চার পরিবর্তন বাংলাদেশের
চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে নাঈম শেখ ও আফিফ হোসেনের। চোটের কারণে এ ম্যাচে নেই নাজমুল হোসেন শান্ত। তার বদলে জায়গা পেলেন নাঈম শেখ। আর বিসিবির চাওয়া অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে দল সাজাতে এ ম্যাচে মুশফিককে একাদশের বাইরে রাখা হয়েছে। কারণ পাকিস্তান সফরে যাবেন না এ অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যান। তার জায়গায় খেলছেন আফিফ হোসেন ধ্রুব।

এছাড়া বোলিং ইউনিটে গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আল-আমিন ও শফিউল ইসলাম। তাদের বদলে একাদশে ফিরেছেন সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। এ দিকে, জিম্বাবুয়ে আগের একাদশ নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : তিনাশি কামুনহুকামুই, রেজিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস (অধিনায়ক), রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ওয়েসলে মাধেভের, সিকান্দার রাজা, চার্লটন টিশুমা, টিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড তিরিপানো ও চার্ল মুম্বা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ