পুরান কালারুকা দাখিল মাদরাসায় সৌদি প্রবাসীদের অনুদান
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির ব্যবস্থাপনায় ও রিয়াদ প্রবাসীদের সহযোগিতায় সিলেট সদর উপজেলার পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা অবকাঠামোগত উন্নয়নের জন্য অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ২ টায় জালালাবাদ ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজ মোহাম্মদ আছকর আলী মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট মুরব্বি মুহিবুর রহমান (তবু মিয়া) ও সুপার মাওলানা এরশাদ খাঁন এর হাতে নগদ অর্থ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা মো. আলাউদ্দীন খাঁন, বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দীন, ফজর আলী, নুরুল হক, মর্তুজ আলী, সমাজ সেবক জাহাঙ্গীর আলম মাছুম, কালিরগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম মানিক, ও মাষ্টার কামাল উদ্দীন প্রমূখ।
এসময় মাদরাসা সুপার মাওলানা এরশাদ খাঁন দ্বিতীয় বারের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সৌদি আরব রিয়াদ প্রবাসীদের ধন্যবাদ জানান এবং অবহেলিত এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার অনুরোধ করেন। শেষে দেশ জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন হযরত হাফিজ মোহাম্মদ আছকর আলী।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ