করোনা আক্রান্ত রোগীদের জন্য রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্ধারণ; জনমনে ক্ষোভ


মৌলভীবাজার জেলার কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। এরই মাঝে নোটিশ দিয়ে শনিবার ৭ মার্চ থেকে হাসপাতালে সবধরণের রোগী ভর্তি করার কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে রাজনগর উপজেলার সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিকারে করণীয় সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আলোচনা থেকে সিদ্ধান্ত নেয়া হয়, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে জেলার করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। ফলে আজ থেকেই সবধরনের সাধারণ রোগীদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ দেবেশ পোদ্দার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ হাসপাতালে সাটানো হয়েছে।

তবে করোনা আক্রান্তদের রাজনগরে হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেয়ার সিদ্ধান্তে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এমনিতেই চিকিৎসা সেবার ক্ষেত্রে রাজনগর হাসপাতালে প্রয়োজনীয় সেবা সরঞ্জাম ও জনবল সংকট রয়েছে। এরই মধ্যে করোনা ভাইরাসের মতো সংক্রামক ব্যাধির চিকিৎসা রাজনগরে রেখে করলে এই উপজেলার মানুষকে ঝুঁকিতে ফেলা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এছাড়া রাজনগর উপজেলার জরাজীর্ণ এই স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া আর কোনো ক্লিনিকও নেই। তাই চিকিৎসার জন্য এই হাসপাতালই কয়েক লাখ মানুষের একমাত্র ভরসা। ফলে এই হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়ায় সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়বেন। বিষয়টি নিয়ে মানুষ আতঙ্কে রয়েছেন।

রাজনগর বাজারের ব্যাবসায়ী শহিদুল ইসলাম বলেন, এমনিতেই রাজনগরের মানুষ অবহেলিত। তার উপর করোনা ভাইরাসের মতো ভয়ানক ব্যাধিতে আক্রান্তদের রাজনগরে রেখে চিকিৎসা দেয়া হবে শুনেছি। যেখানে জনবসতি কম সেখানে এই রোগীদের রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা উচিত ছিল। এই সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বিপদে ফেলা হচ্ছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে বিকল্প ব্যবস্থা করবেন বলে আশা করছি।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবেশ পোদ্দার বলেন, গত ৪ তারিখে মন্ত্রনালয়ে সিদ্ধান্ত হয়েছে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হবে। সেই আলোকে নতুন রোগীদের আন্তঃবিভাগে ভর্তি না করতে নোটিশ দেয়া হয়েছে। আজ (৮ মার্চ) এ ব্যাপারে আমরা মিটিংয়ে বসবো।

এশিয়াবিডি/ফরহাদ/কামরান

আরও সংবাদ