ঐক্য ও নৈতিকতার শক্তি নিয়েই আগামীদিনে মুসলমানরা মাথা তুলে দাঁড়াবে


আজ (৭ মার্চ) শনিবার,বালাগঞ্জ ডি,এন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালাগঞ্জ উপজেলা তালামীযের কর্মী সম্মেলনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন- মুসলমানরা একদিন একতা, আদর্শ ও নৈতিকতার
শক্তি নিয়ে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিলো । হযরত শাহজালাল (র.) আমাদের দেশে এসেছিলেন একজন মজলুমের ডাকে সাড়া দিয়ে, জালিমের মসনদ ভেঙ্গে দিয়েছিলেন, তাঁর হাতে লক্ষ-কোটি মানুষ মুসলমান হয়েছিলো ইসলামের সাম্য, আদর্শ ও নৈতিকতার প্রতি অনুপ্রাণিত হয়ে। সেদিন একজন মানুষও জুলুমের শিকার হতে হয়নি। তাই আমাদের পীর ও মুরশিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) আমাদেরকে এ শিক্ষাই দিয়ে গেছেন। এ শিক্ষা যখন মুসলিম সমাজে ছড়িয়ে পড়বে তখনই মুসলমানরা আবারও মাথা তুলে দাঁড়াবে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা হুমায়ূনুর রহমান লেখন।
উপজেলা সভাপতি নাজমুল ইসলাম শিহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ ফয়সল মিসলু ও প্রচার সম্পাদক মারুফ আলম মিজুর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক তৌরিছ আলী, সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ আলী হায়দার, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক এস.এম মনোয়ার হোসেন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কবির আহমদ, বালাগনজ উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামছ উদ্দিন সামছ,বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা আব্দুল গফুর খালিছাদার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মাসুক মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী কবি জালাল আহমদ খালিছাদার,বালাগনজ আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, বালাগন্জ উপজেলা আল ইসলাহ প্রচার সম্পাদক আবুল কালাম, সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক শরীফ উদ্দীন জায়েদ।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি বদরুল আলম, সাবেক সভাপতি আতিকুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হুসাইন আহমেদ, বালাগঞ্জ উপজেলা তালামীযের সহ সভাপতি রাকিব আলী, সাংগঠনিক সম্পাদক খান জাকির, সহ সাংগঠনিক সম্পাদ জুবেল আহমদ, সহ প্রচার সম্পাদক আফছার আলী, রেজাউল করিম,আরিফ বিল্লাহ,জামিল আহমদ,আক্তারুজ্জুমান,আলামিন আহমেদ,আবু সালেহ হোসাইন,মারুফ আহমদ জাগিরদার, রেদওয়ান আহমদ,শামসুল মুক্তাদির,কালাম আহমদ, হাসান চৌধুরী প্রমুখ।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ