দেশেও ৩ করোনা রোগী শনাক্ত

দেশে তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আরও দুই জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ‌্য জানিয়েছেন।

ফ্লোরা জানান, শনিবার (৭ মার্চ) তাদের শরীরে করোনা ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এর মধ্যে দুই জন ইতালিফেরত বাংলাদেশি।

আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ফ্লোরা আরও জানান, ইতালি থেকে আসা দুজন ভিন্ন পরিবারের সদস্য। তবে, তাদের মধ‌্যে একজন নারী বাসায় পৌঁছানোর পর করোনায় আক্রান্ত হয়েছেন।

ফ্লোরা জানান, জ্বর-কাশি নিয়ে এই তিন ব্যক্তি আইইডিসিআরে যোগাযোগ করেন। এরপর গত ২৪ ঘণ্টায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পজিটিভ ফল পাওয়া গেছে। তাদের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। আক্রান্ত তিন জনের অবস্থা স্থিতিশীল। তারা ভালো আছেন। তবে, তারা আইসোলেশনে থাকবেন বলেও তিনি জানান।

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘এছাড়া আরও দুই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’ তাদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও তিনি ‍জানান।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ