জুড়ীতে ‘এডুকেয়ার সেরা প্রতিভা’ প্রতিযোগিতায় সেরা যারা

আলোকিত জুড়ী গড়ার প্রত্যয়ে এডুকেয়ার ফাউন্ডেশন, জুড়ী আয়োজিত ‘এডুকেয়ার সেরা প্রতিভা’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

রবিবার রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থী কান্তা রানী দাস। দ্বিতীয় স্থান অর্জন করেছে একই কলেজের শিক্ষার্থী হাসানুজ্জামান শোয়েব। তৃতীয় স্থান অর্জন করেছে হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের শিক্ষার্থী গোবিন্দ রিকমন।

এছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থী নাসরিন আক্তার নিসা চতুর্থ, জান্নাতুল ফেরদৌস স্বর্ণা ষষ্ঠ, ইব্রাহিম আলী অস্টম, রেজাউল করীম নবম, অর্পিতা ঘোষ দশম ও মৃনালিনী দাস দ্বাদশতম স্থান এবং আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের শিক্ষার্থী এমরান হোসাইন পঞ্চম, মাসুদা সিদ্দিকা সপ্তম, মাহমুদুল হাসান একাদশ ও নাদিয়া মাহমুদ ত্রয়োদশ স্থান অর্জন করে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ