করোনা : সংসদে বিশেষ অধিবেশনের বিষয়ে সিদ্ধান্ত বুধবার

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এমন অবস্থায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হবে কি না, এ বিষয়ে বুধবার (১১ মার্চ) সিদ্ধান্ত হবে।

সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ওই দিন বিকাল চারটায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করবেন। এতে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

এ দিকে রবিবার (৮ মার্চ) রাতে সংবাদ সম্মেলনে মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান হচ্ছে না।

বিদেশি অতিথিদের মুজিববর্ষের অনুষ্ঠানে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে আবদুল নাসের বলেন, আপনারা জানেন বিদেশি অতিথি আসার কথা ছিল। আমাদের বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে অনেকেরই আসার কথা ছিল। যেহেতু আমরা বর্তমান কর্মসূচিকে পুনর্বিন্যাস আকারে করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে এ দিন বিকাল সাড়ে তিনটার দিকে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের রাজধানীর একটি হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুইজন ইতালি থেকে এসেছেন। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছর।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ