বিশাল ব্যবধানে জিতল বাংলাদেশ

তামিম-লিটন-সৌম্যের ব্যাটিং তাণ্ডবের পর বিপ্লব-মুস্তাফিজের বোলিং তাণ্ডবে জিম্বাবুয়েকে ৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। এই জয়ে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫২ রানে থামে সফরকারীদের ইনিংস।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে। এছাড়া কার্ল মুম্বার ২৫ এবং শন উইলিয়ামস, রিচমন্ড মুতুম্বামি ও ডোনাল্ড তিরিপানোর ব্যাট থেকে ২০ রান করে আসে।

বাংলাদেশের পক্ষে বিপ্লব ও মুস্তাফিজ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া সফিউল, সাইফউদ্দিন ও আফিফ একটি করে উইকেট পান।

বিপ্লবের জোড়া আঘাতে কাঁপছে জিম্বাবুয়ে

পরাজয় যেন এখন জিম্বাবুয়ের সময়ের ব্যপার। আফ্রিকার দলটির লক্ষ্য ২০১ রানের। কিন্তু ৬৯ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়েছে। ইনিংসের ৯ম ওভারে পর পর দুই ইউকেট শিকার করেন আমিনুল ইসলাম বিপ্লব। এতে কোণঠাসা হয়ে পড়েছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ৫ ও রিচমন্ড মুতুম্বামি ১ রানে মাঠে আছেন।

খাদের কিনারায় জিম্বাবুয়ে

মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়েছে জিম্বাবুয়ে। দলীয় ৩০ রানে মুস্তাফিজের এলবির ফাঁদে পড়ে বিদায় নেয় ক্রেইগ আরভিন। স্কোরবোর্ডে ৭ রান যুক্ত হতেই রান আউটের শিকার হন অভিষিক্ত উইসলে মাধেভের। ৫ বলে মাত্র ৪ রান করেন এই তরুণ। ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে ২১ ও অধিনায়ক শন উইলিয়ামস ৭ রানে ব্যাট করছেন।

শুরুতেই শফিউলের আঘাত

জিম্বাবুয়ের সামনে বিশাল বড় লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ দল। এই রানের পাহাড় টপকাতে আসেন দুই ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে ও ব্রেন্ডন টেইলর। তাদের প্রতিরোধের প্রথম দায়িত্ব পান মুস্তাফিজ। আর শুরুতেই মুস্তাফিজের ওপর চড়াও হয় জিম্বাবুয়ের ওপেনাররা। তবে দ্বিতীয় ওভারেই সফরকারীদের ক্ষান্ত করে ছাড়েন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম।

নিজের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে দুই রান দেওয়ার পর ষষ্ঠ বলেই অভিজ্ঞ টেইলরকে সাজঘরে পাঠান শফিউল। দলীয় ১১ রানের মাথায় সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ১ রানে ফেরেন টেইলর।

ব্যাটসম্যানদের ঝড়ে জিম্বাবুয়ের সামনে টাইগারদের রান পাহাড়

সিলেটে শেষ ওয়ানডেতে রেকর্ড ২৯২ রানের জুটির পর মিরপুরে প্রথম টি-টুয়েন্টিতে ৯২ রানের জুটি গড়ে ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। যা এখন বাংলাদেশ দলের টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ওপেনিং জুটি। দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবের পর সৌম্য সরকারও ঝড় তোলেন। সৌম্যের ৬২ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলে টাইগাররা। এতে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।

ওপেনার তামিম ইকবাল ৪১ ও লিটন দাস ৫৯ রান করে ফেরার পর মাঠে এসেই ঝড় তোলার আভাস দেন মুশফিকুর রহীম। তবে ১৭ রান করে ফিরতে হয় তাকে। এরপর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে রানের চাকা
জোরালোভাবে সচল রাখেন গেল মাসে বিয়ের পিঁড়িতে বসা সৌম্য সরকার। তুলে নেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। মাত্র ৩২ বলে ৪ চার ও পাঁচ ছক্কার ৬২ রানে অপরাজিত আছেন তিনি। আর অধিনায়ক মাহমুদউল্লাহ আছেন ১৪ রানে।

জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা, উইসলে মাধেভের ও ক্রিস্টোফার এমপফু একটি করে উইকেট শিকার করেন।

ঝড়ো হাফসেঞ্চুরির পর লিটনের বিদায়

তামিম-লিটনের ওপেনিং জুটি বড় স্কোরের আভাস দিচ্ছিল। কিন্তু দলীয় ৯২ রানে বিদায় নেন তামিম ইকবাল। তামিমের বিদায়ের দুই বল পরেই চার মেরে হাফসেঞ্চুরি করেন লিটন। শুরু থেকে চড়াও হয়ে খেলা লিটন এদিন ভক্তদের সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু তাকে ৫৯ রানে থামিয়ে দেয় অলরাউন্ডার সিকান্দার রাজা। ১৩তম ওভারের শেষ বলে সিকান্দারের এলবির ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেন লিটন। তবে তার আগে খেলেন ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কার ঝড়ো ইনিংস।

ঝড় তুলে ফিরলেন তামিম

দীর্ঘদিন রান খরায় ভুগতে থাকা তামিম ইকবাল সিলেটে শেষ দুই ওয়ানেডে করেছেন সেঞ্চুরি। মিরপুরেও সে ধারাবাহিকতা ধরে রেখেছেন দেশসেরা ওপেনার। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হতে থাকেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। তবে ব্যক্তিগত ৪১ রানে থামে তামিমের ইনিংস। ১১তম ওভারে দলীয় ৯২ রানে মাধেভেরের করা দ্বিতীয় বলটি ছক্কা হাঁকাতে গিয়ে উপরে তুলে দেন তামিম। এতে সফরকারী অধিনায়ক শন উইলিয়ামস সহজেই তালুবন্দি করেন। সাজঘরে ফেরার পূর্বে তামিম ৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় সাজায় ইনিংসটি।

মিরপুরে চলছে তামিম-লিটনের চার-ছক্কার তাণ্ডব

শেষ ওডিআইতে রেকর্ড জুটি গড়ে ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দুইজনের সে ধারাবাহিকতা দেখা গেল প্রথম টি-টুয়েন্টিতেও। জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছে লিটন দাস ও তামিম ইকবাল। দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে ৫.৩ ওভারে ৫০ রান সংগ্রহ করেছে টাইগাররা। তামিম ২৩ ও লিটন ২৬ রানের ব্যাট করছেন।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অধিনায়ক। এতে টস হেরেও ব্যাটিংয়ে স্বাগতিকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টেলিভিশন।

সাম্প্রতিক সময়ের ব্যর্থতা কাটিয়ে টেস্ট ও ওয়ানডেতে সাফল্যের ধারায় ফিরেছে বাংলাদেশ। এবার তাদের সামনে অপেক্ষা করছে টি-টুয়েন্টির চ্যালেঞ্জ। টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যে দাপট দেখা গেছে তাতে টি-টুয়েন্টি সিরিজেও জিম্বাবুয়ে কুলিয়ে উঠতে পারার কথা নয়। তবে ম্যাচটি যেহেতু টি-টুয়েন্টি, জয়ের প্রত্যাশা করা গেলেও নিশ্চয়তা নেই। স্বল্প ওভারের ম্যাচে একজন, দুইজনই যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। একজন ব্যাটসম্যান কিংবা একজন বোলারই পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে সাফল্যে ফেরার লক্ষ্যে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতিহাস বলছে টি-টুয়েন্টিতে সফরকারী দলটির থেকে বেশ এগিয়ে টাইগাররা। সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১১ বার। যেখানে স্বাগতিকদের জয় সাতটিতে। অপরদিকে জিম্বাবুয়ে জিতেছে চারটি ম্যাচ। জিম্বাবুয়ে টি-টুয়েন্টিতে নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে। জিতেছে একটিতে। তবে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মেহেদী হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : তিনাশে কামুনহুকামুয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), উইসলে মাধেভের, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, তিনোতেন্ডা মুতুমবোদজি, ক্রিস্টোফার এমপফু ও কার্ল মুম্বা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ