মাস্কের দাম বেশি নেওয়ায় দুই ফার্মেসি সিলগালা


মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় দুই ফার্মেসি সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) রাজধানীর গুলশানে বিশেষ অভিযান চালিয়ে ফার্মেসি দুটি সিলগালা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো আল নূর ফার্মেসি ও সাফাবি ফার্মেসি। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আল মদিনা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংস্থাটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো নজরদারিতে ছিল। তারা দেশি-বিদেশি বিভিন্ন ক্রেতার কাছে মাস্কের দাম বেশি রাখে। এসব তথ্য ভিডিওতে ধারণ করা হয়েছে। পরে তাদের কাছে মাস্ক কিনতে গেলে মাস্ক নেই বলে জানায় এসব প্রতিষ্ঠান। অথচ এর আগে তারা বেশি দামে মাস্ক বিক্রি করেছে; যার প্রমাণ অধিদপ্তরের কাছে রয়েছে।

তিনি জানান, সংকটময় মুহূর্তে অনৈতিকভাবে কৃত্রিম সংকট তৈরি করে মাস্কের দাম বাড়ানো আইনত দণ্ডনীয়। এ অপরাধে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে।

রাজধানীর আরও কয়েকটি স্থানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকটকারীদের ধরতে অভিযান চলছে উল্লেখ করে অধিদফপ্তরের এ কর্মকর্তা জানান, যারাই অনৈতিক উপায়ে পণ্যের দাম বেশি নেবে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এশিয়াবিডি/মুবিন/কামরান

আরও সংবাদ