সিলেটে করোনা মোকাবিলায় প্রস্তুত তিন হাসপাতাল

করোনাভাইরাস মোকাবিলায় সিলেটের তিনটি হাসপাতালে ১৫০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে চারটি হটলাইন নাম্বারে (০১৯৩৭ ১১০০১১, ০১৯৩৭ ০০০০১১, ০১৯২৭ ৭১১৭৮৪, ০১৯২৭ ৭১১৭৮৫) যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১০ মার্চ) সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ও করোনা মোকাবিলায় জেলা প্রশাসন গঠিত মাল্টিসেক্টরাল কমিটির সদস্য সচিব ডা. প্রেমানন্দ।

তিনি বলেছেন, ‘এ পর্যন্ত সিলেটের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।’

ডা. প্রেমানন্দ জানিয়েছেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ১০০টি, সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালে ২০টি এবং সদর উপজেলার খাদিমপাড়ায় হজরত শাহ পরাণ (রহ.) হাসপাতালে ৩০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ