রাজনগর সরকারি কলেজে “উন্মীলন সাহিত্য পরিষদ” গঠিত

“সাহিত্য উন্মীলিত হোক চিন্তায়, চেতনায়, মননে” এই স্লোগানকে সামনে রেখে গত ২ মার্চ ২০২০ খ্রি. মৌলভীবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপিঠ রাজনগর সরকারি কলেজের বাংলা বিভাগের কিছু মেধাবী,সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে গঠন হয়েছে “উন্মীলন সাহিত্য পরিষদ (উসাপ)”।

সাহিত্য পরিষদ গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, জনাব জিলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সম্মানীত বিভাগীয় প্রধান মারজা খানম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে উন্মীলন সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচন হন অত্র কলেজের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র রেজাউল করিম। ২০২০ সালের নিম্নবর্ণিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভাপতি : রেজাউল করিম
সিনিয়র সহ সভাপতি : পিন্টু পাল

সহ সভাপতি :
হাসান আহমদ
সামসুল আরিফিন
শুভ দেব প্রান্ত
মাসুম খন্দকার
তাহমিনা আক্তার

সাধারণ সম্পাদক : এস এম নুরুল আমিন
সহ সাধারণ সম্পাদক : পিংকু বৈদ্য

সাংগঠনিক সম্পাদক : সালমান আহমদ
সহ সাংগঠনিক সম্পাদক : তাহরিমা আক্তার

প্রচার সম্পাদক : বিষু দেব
সহ প্রচার সম্পাদক : মাজেদা খানম

অর্থ সম্পাদক : তাওহীদ হাসান

দপ্তর সম্পাদক : সুদীপ সুত্রধর

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : অহর্নিশ মাস্টার অন্তিম

প্রকাশনা বিষয়ক সম্পাদক : জাহিদ হোসেন খাঁন

মহিলা বিষয়ক সম্পাদক : লিজা দাস
সহ- মহিলা বিষয়ক সম্পাদক : ঝর্ণা বেগম

গ্রন্থাগার বিষয়ক সম্পাদক : নাসির আহমদ

সংস্কৃতি বিষয়ক সম্পাদক : মোঃ মেহেদী হাসান তাজ
সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক : পূর্ণিমা দাস স্বর্ণা

উক্ত পরিষদের সভাপতি তার বক্তব্যে বলেন “সবার মাঝে সাহিত্যের আভা ছড়িয়ে দেওয়া, বাংলা সাহিত্যের প্রসার এবং সবার মাঝে সৌহার্দপূর্ণ সম্পৃতি গড়ে তোলাই হবে আমাদের মূখ্য উদ্দেশ্য।”

এশিয়াবিডি/মেহেদী/সাইফ

আরও সংবাদ