চোখের পলকে পুড়ে যাচ্ছে সব ঘর

রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুনের স্ফুলিঙ্গ পুরো বস্তিতে ছড়িয়ে পড়েছে। চোখের পলকে পুড়ে যাচ্ছে বস্তিবাসীর ঘরের পর ঘর।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার মানুষের বসবাস মিরপুরের এ বস্তিতে। এখানে অবৈধ গ্যাস লাইন, বিদ্যুতের লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সরজমিনে দেখা যায়, বস্তিবাসী নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে তারা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করার চেষ্টা করছেন।

রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গতবছর আগস্টে এবং চলতি বছর জানুয়ারিতে দুই দফা অগ্নিকাণ্ড ঘটে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ