রাজনগরে সূর্যমুখী প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

মৌলভীবাজারের রাজনগরে সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর গ্রামে এই প্রদর্শনী অনুষ্ঠান হয়।

দেওয়ান রুকন আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঊর্মি রায়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছালেহ এলাহি কুটি, প্রথম আলো’র জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল হামিদ প্রমুখ।

এসময় কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন নতুন তৈল ফসল সূর্যমুখী চাষ করতে উৎসাহিত করে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়। এসময় প্রথম বছরে আবাদে সাফল্য পাওয়ায় নিজেরা পরবর্তী বছর সূর্যমুখী আবাদের পাশাপাশি অন্য কৃষকদের উৎসাহিত করবেন বলেও স্থানীয় সূর্যমুখী চাষীরা জানান।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ