‘কিছুই চাই না, শুধু ছেলেকে চাই’

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বস্তিতে অগিকাণ্ডের ঘটনায় হাজারের বেশি ঘর পুড়ে গেছে।  কয়েক ঘণ্টার আগুন অধিকাংশ বস্তিবাসীর সহায়-সম্বল কেড়ে নিয়েছে।  এর মধ্যে সন্তান ইমরানকে খুঁজে না পেয়ে দ্বিগবিদিক ছুটছেন মা লাভলি বেগম।

ছয় বছরের ইমরানকে খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে মা লাভলি বেগম বলেন, আগুন লাগার সময় আমার ছোট ছেলে ইমরান ঘরের মধ্যেই ছিলো।  এখন কোথাও দেখছি না।  আমার ইমরানকে আপনারা এনে দেন।  আমি কিছুই চাই না, শুধু ছেলেকে চাই।

ভয়াবহ আগুনে সবই পুড়ে গেছে লাভলি বেগমের।  এর মধ্যে ছেলেকে খুঁজে না পেয়ে বিলাপ করতে করতে তিনি বলেন, কেউ আমার ইমরানকে খুঁজে দেন।  আমার ইমরান কোথায়।

বাসা বাড়িতে কাজ করে সংসার চালান লাভলি বেগম।  তিনি রাইজিংবিডিকে বলেন, সকাল থেকেই মনটা কেমন জানি করছিলো।  কিছুই ভালো লাগছিল না, তাই আজ কোথাও কাজে যাইনি। তখনো বুঝিনি যে আজ ‘কপাল পুড়বে’, সব শেষ হয়ে যাবে।

তিনি অভিযোগ করে বলেন, যখন আগুন লাগে তখন যদি সবাই তা নেভাতে হাত লাগাতো, তাহলে এভাবে চোখের সামনে সব শেষ হয়ে যেতো না।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।  কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় দেড় হাজার ঘর।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের কারণ জানা যায়নি।  নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ