চলতি মাসে কালবৈশাখী, বন্যার আশঙ্কা

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রাজশাহী, খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশের দিনে ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

অন্যদিকে মার্চ মাসের আবহাওয়া পূর্বাভাসে দেখা গেছে, দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। অন্যান্য এলাকায় তিন থেকে চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা এবং মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। মাসের শেষ সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা রয়েছে।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ৯ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ