করোনা: মুজিববর্ষের কর্মসূচি সংক্ষিপ্ত করল ১৪ দল


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেওয়া কর্মসূচি সংক্ষিপ্ত করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আওয়ামী লীগের পর তাদের নেতৃত্বাধীন জোটও একই সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের কর্মসূচিতে শুধুমাত্র জোটটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এসব বিষয় জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে জনসমাগম হয় এমন কর্মসূচি পরিহারের সিদ্ধান্ত নিয়েছি। করোনা ভাইরাস যেন সংক্রমিত হতে না পারে, সেজন্যই এমন সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন।

এ ভাইরাসকে প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বৈঠক থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ১৪ দলের নেতৃবৃন্দ।

সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী মানুষের দুর্যোগের সুযোগ নিয়ে অধিক লাভের চেষ্টা পরিহার করতে সকল শ্রেণির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোটের পক্ষ থেকে আহ্বান জানান জোটের এ মুখপাত্র।

মানবিক দুর্যোগকে নিয়েও বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করে তিনি বলেন, তারা আসলে জনকল্যাণের রাজনীতি করে না, বরং জনস্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও সরকারকে বেকায়দায় ফেলার ইস্যু খোঁজে। করোনা ইস্যুতে সমালোচনা না করে কোনো পরামর্শ থাকলে তা সরকারকে দিয়ে সহযোগিতা করতে বিএনপির মহাসচিবের প্রতি আহ্বান জানান নাসিম।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ