করোনা ভাইরাস: প্রেক্ষিত— ভারতীয় উপমহাদেশ!

★ আবেগি মুসলিমরা দেখে পাপের পরিণতিতে আসা গজব! মাস্ক লাগানো, সারা শরীর ঢেকে বাইরে বের হওয়ায় খুঁজে হিজাবের প্রয়োজনীয়তা, পর্দার মাহাত্ম্য! তারা এতে দারুণ তুষ্ট। প্রশান্তি পেয়ে গর্বিত হয়!

★ গোড়া হিন্দুরা দেখে ঘোর অনাচারের ফল! হ্যান্ডসেক বা হাত মিলানোকে নিষেধ করায় দেখে, হাত জোড় করে বলা নমস্কারের জয়! ভাবে, দেরিতে হলেও সনাতনী ধর্মের সত্যতায় ফিরতে হয়েছে জগৎবাসীকে! তারা এতে আরও ধর্মভিরু হতে উৎসাহী হয়। আরও ডুবে যেতে দিবালোকে পা বাড়ায় দেবতাগণের স্বর্গের পানে!

অথচ মুমিন মুসলমান আর মানবিক হিন্দুরা দেখে— যেভাবেই আসুক বা যাই হোক, জগতের মানুষ আজ বড্ড বিপদে। শয়ে শয়ে, হাজারে হাজারে মরছে মানব সন্তান! তাই তারা প্রার্থনা করে মানব কল্যাণের, রোগমুক্তির, নাজাতের। তাদের হৃদয় ঝলসে যায় বেদনায়! আহত হয় মানুষের করুণ গোঙানি, বেঁচে থাকার আর্তনাদ শুনে! তাই হৃদয় নিংড়ে আকুতি জানায়, বেঁচে উঠুক মানুষ। বেঁচে থাকুক মানব সন্তান!
সালমান ফরিদের ফেসবুক থেকে!
লেখক : সালমান ফরিদ কবি সাংবাদিক, ছড়াকার।

এশিয়াবিডি/সালমান/কামরান

আরও সংবাদ