মৌলভীবাজার দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট, কুলাউড়া উপজেলার চাতলাপুর ও জুড়ী উপজেলার ফুলতলা পোস্ট দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। ১৩ মার্চ শুক্রবার থেকে আগামাী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে নিষেধাজ্ঞায় বলা হয়েছে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে থেকে ভারতে প্রবেশ করতে পারবে।

ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারত সরকার অনুমোদন দিলে যে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর চেক পোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই জামাল হোসেন বলেন, “ভারত কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের কিছু করার নেই। তবে করোনা সনাক্ত করার জন্য আমাদের মেডিকেল টিম কাজ করছে।

এশিয়াবিডি/হাবিব/সাইফ

আরও সংবাদ