করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে আরেকজন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা আরও এক যাত্রীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দর পরিচালক শুক্রবার (১৩ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, ওই যাত্রী দেশের বাইরে থেকে ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশের নাগরিক। সামাজিক নিরাপত্তার কারণে ওই ব্যক্তির নাম-পরিচয় গোপন করা হয়েছে। তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হবে।

সূত্র আরও জানায়, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের জীবাণু রয়েছে। সত্যিই তিনি করোনায় আক্রান্ত হলে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হবে। আর তাৎক্ষণিক তার শরীরে করোনা ভাইরাস পাওয়া না গেলেও ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে; যেন নিশ্চিত হওয়া যায় তিনি এ ভাইরাসে আক্রান্ত কি না।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ