করোনা: আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন। ওয়াশিংটনে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে বৈঠকে শেষে দেশে ফেরার কয়েক দিনের মাথায় তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি জানা গেলো।

শুক্রবার টুইটারে দেওয়া বিবৃতিতে ডাটন বলেছেন, ‘আজ সকালে জ্বর আর গলা ব্যথা নিয়ে আমি ঘুম থেকে উঠেছি। আমি দ্রুত কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করি এবং আমার কোভিড-১৯ শনাক্ত পরীক্ষা করা হয়। বিকেলে কুইন্সল্যান্ড স্বাস্থ্য বিভাগ জানায় পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।’

কুইন্সল্যান্ড স্বাস্থ্য বিভাগের দেওয়া নির্দেশনা অনুযায়ী তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ডাটন। অস্ট্রেলিয়ার বিতর্কিত অভিবাসন নীতির প্রধান পরিকল্পনাকারীদের এক জন হচ্ছেন পিটার ডাটন।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন তিন জন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ