করোনা ঠেকাতে বিদেশি পর্যটকদের তথ্য দিতে হবে কন্ট্রোল রুমে!
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া COVID-19 এর প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদেশী পর্যটকদের সকল তথ্য র্যাপিড রেসপন্স টিমের কন্ট্রোল রুমে দেওয়ার জন্য বলা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলামের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমনটাই দেখা যায়।
সেখানে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্ট্রোলরুম স্থাপন এবং র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।
এই অবস্থায় শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত সকল হােটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউজ, রিসাের্ট এ আগত বিদেশী পর্যটকদের তথ্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নিজ দায়িত্বে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কন্ট্রোলরুম বা র্যাপিড রেসপন্স টিমের মোবাইল নাম্বারে নিয়মিত জানাতে হবে।
লিখিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের এবং দেশের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রাধিকার বিবেচনায় সবাই তথ্য প্রদান নিশ্চিত করবেন।
এ ব্যাপারে যোগাযোগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুমের ফোন নাম্বার, ইমেইল ও টিম লিডারের ফোন নাম্বারও উল্ল্যেখ করা হয়েছে।
কন্ট্রোলরুমের নম্বর : ০১৭৩০-৩৩২৪৭৩৩৯ (সার্বক্ষণিক)
ই-মেইল: Sreemangal@uhfpo.dghs.gov.bd
টিম লিডার:
র্যাপিড রেসপন্স টিম:
ডাঃ পার্থসারথী দাশ
মােবাইল নং: ০১৬৮২-৫৬৭৫৭৮
এশিয়াবিডি/ফরহাদ/কামরান