সাংবাদিক বিপুলের মায়ের ইন্তেকাল

ঢাকায় কর্মরত বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপুলের মা বেগম হাসনা হেনা হান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শনিবার দুপুর ১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা সদরের পদিনাপুর গ্রামের নিজ বাড়িতে তার নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। (হবে)।
এদিকে সাংবাদিক নিজামুল হক বিপুলের মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন।

এশিয়াবিডি/ফরহাদ/কামরান

আরও সংবাদ