কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত থেকে সরে এলো স্বাস্থ্য মন্ত্রণালয়
ইতালিফেরত ১৪২ জনের সবাইকে সরকারি ব্যবস্থাপনায় আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যারা ইতালি থেকে করোনামুক্ত সনদ নিয়ে এসেছে, তাদের যার যার বাড়িতে সরকারের কঠোর নজরদারির মাধ্যমে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মোট ১৪২ জন বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের মধ্যে ১২৬ জন এসেছেন ইতালি থেকে। ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরেটসের শেষ ফ্লাইটযোগে তারা বাংলাদেশে ফিরছেন বলে ইতালির গণমাধ্যম লিখেছে। তাদের দ্রুততার সাথে আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়।
এর আগে, ইতালিফেরত সব প্রবাসীকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ