রাজনগরে আম উৎপাদনের উন্নত কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনের উন্নত কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার ১৪ মার্চ আইপিএম, আইএল, বাংলাদেশ সাইট এর আয়োজনে ও অর্থায়নে রাজনগর কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে ৫০ জন আমচাষীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

উক্ত কার্যক্রম বাস্তবায়নে করে কীটতত্ত্ব শাখা, উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ মিঞা, সাবেক মহা পরিচালক, বারি, গাজীপুর, কো অর্ডিনেটর আইপিএম, আইএল, বাংলাদেশ সাইট। মো : শাহাদাত হোসেন, পিএসও, এইচ আর সি, বারি, গাজীপুর। মোঃ রফি উদ্দিন, সিএসও, এবং ইনচার্জ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আকবরপুর, মৌলভীবাজার। মো: আলমগীর হোসেন, পিএসও, , বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আকবরপুর, মৌলভীবাজার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম বলেন এই পর্যায় ৫০ কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমের বিভিন্ন রোগবালাই, আদর্শ কীটনাশক ব্যাবহার, গাছের পরিচর্যা, আমের মকুলের সর্বোত্তম পরিচর্যা, মকুল থেকে আম পাকা পর্যন্ত কিভাবে সর্বোত্তম উৎপাদন করাসহ বিভিন্ন কলাকৌশল সম্পর্কে জানতে পেরেছেন কৃষকগণ । সঠিকভাবে উৎপাদন কৌশল অবলম্বন করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়।

এশিয়াবিডি/ফুয়াদ/কামরান 

আরও সংবাদ