করোনা আক্রান্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে
করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে উড়োজাহাজে করে বাংলাদেশে যাত্রী আসা বন্ধে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত দেশগুলো সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার।এশিয়াবিডি/ডেস্ক/সাইফ