বড়লেখায় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বহিষ্কার
মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খল ভঙ্গের অভিযোগে বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদকে সাময়িক বহিস্কার করা হলো।
ছাত্রলীগের দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বড়লেখা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিকু দে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি গ্রুপ ছবি শেয়ার করেন। ছবিটিতে আরিফুজ্জামান রাসেল নামে কলেজ ছাত্রলীগের এক কর্মী বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেনকে নিয়ে মজা করে একটি মন্তব্য করেন। এমরানকে নিয়ে মন্তব্য করায় বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদ ক্ষেপে যান। বিষয়টি নিয়ে তিনি তাদের ফেসবুকে দলীয় একটি গ্রুপে ভবিষ্যতে দলের সিনিয়র নেতাদের নিয়ে মজা না করার জন্য রাসেলকে সতর্ক করেন। এনিয়ে গ্রুপে কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদের সঙ্গে রাসেলের বন্ধু ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম তৌফিকের কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে শুক্রবার (১৩ মার্চ) বেলা দুইটায় বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা পৌরশহরের উত্তর চৌমুনী এলাকায় একা পেয়ে ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম তৌফিককে ছুরিকাঘাত করেন। পরে তারা তাঁকে কিল-ঘুষি মেরে সেখানে ফেলে যান। স্থানীয় লোকজন তৌফিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ