প্রত্যাহার হচ্ছেন সেই ডিসি!

কুড়িগ্রাম থেকে প্রত্যাহার হচ্ছেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এছাড়া প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর সুলতানার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হতে পারে।

রবিবার (১৫ মার্চ) রংপুর বিভাগীয় কমিশনারের তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এমনটি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেন, ডিসির কাজে সরকারের ভাবমূর্তী নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর তারর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

এর আগে, শুক্রবার (১৩ মার্চ) মধ্য রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেয় কুড়িগ্রাম জেলা প্রশাসন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলে শনিবার (১৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর বিভাগীয় কমিশনারকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তদন্তের দায়িত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানাকে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ