করোনা রোধে পুরো লেবানন ‘লকডাউন’ ঘোষিত হচ্ছে!
লেবাননের সরকার করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে দেশব্যাপী “লকডাউন” (অবরুদ্ধ) ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।
প্রেসিডেন্ট প্রাসাদের সূত্রের বরাতে শনিবার এমন খবর দিয়েছে দেশটির ইংরেজি পত্রিকা ডেইলি স্টার।
“একটি লকডাউন হবে, তবে এটি কতক্ষণের জন্য তা স্পষ্ট নয়,” সূত্রটি ডেইলি স্টারকে জানায়।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য রবিবার অনুষ্ঠিত এক জরুরি মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট মিশেল আওন মন্ত্রীসভার এই জরুরী অধিবেশন আহবান করেছেন ।
বিমানবন্দরটি বন্ধ থাকবে কিনা জানতে চাইলে সূত্রটি বলেছিল, “না, লকডাউনের প্রথম পর্যায়ে নয়। তারা যদি পরে এটি বন্ধ করে দেয় তবে তা আমি জানি না। ”
স্বাস্থ্য মন্ত্রণারয় শনিবারের ঘোষণা অনুযায়ী লেবাননে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। শুক্রবার দুপুরে ছিল ৭৭ জন করেছে।
এশিয়াবিডি/হেলাল/কামরান