মৌলভীবাজার পলিটেকনিকে ফায়ার সার্ভিসের মহড়া

মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের মহড়া এবং সচেতনতা মূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুরে ইনস্টিটিউটের মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ এর নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা এ মহড়া পরিচালনা করেন। মহড়ায় কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ অংশ নেন।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ রেদওয়ানুর রহমান, আর এস সি ডিপার্টমেন্টের চিপ ইন্সট্রাক্টর- জহিরুল ইসলাম, ফুড ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান-খাদেমুল বাশার প্রমূখ।
এশিয়াবিডি/কামরান/সাইফ

