সিলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আতাউরের দাফন সম্পন্ন


দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আতাউর রহমান কোরেশী (ফটিক) এর নামাজে জানাজা রবিবার বাদ আসর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ব্রাহ্মণ গ্রামস্থ হযরত শাহ কাজী খন্দকার মাজার মসজিদ সংলগ্ন শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জামাতে ইসলামের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান, নিকট আত্মীয় জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল,উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নজরুল ইসলাম,মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাতির মিয়া, ইউসুফ আলী, সিলাম পদ্মলোচন উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষে মরহুমের ছাত্র সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী।

পরে তাকে হযরত শাহ কাজী খন্দকার মাজার মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন- সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.আব্দুল মালিক, সাবেক সভাপতি তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা নূরজাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এম আহমদ আলী, সিনিয়র শিক্ষক আক্তার হোসেনসহ সিলেট ও মৌলভী বাজারের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

তিনি শুক্রবার দিবাগত রাত দেড়টায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ব্রাহ্মণ গ্রাম নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ৩ পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৮১ সাল থেকে ২০১৫ পর্যন্ত সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান শিক্ষক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পারন করেন। তিনি অবসর সময়ে শাহ কাজী খন্দকার (রহ.) নামে একটি হোমিও দাতব্য চিকিৎসালয় পরিচালনা করতেন।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ