কুড়িগ্রামের আরডিসি নাজিমসহ ২ এডিসি প্রত্যাহার
মাঝরাতে বাড়িতে হানা দিয়ে তুলে নিয়ে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মারধর ও সাজা দেওয়ার ঘটনায় আরডিসি ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। তারা হলেন- আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার রাজস্ব) নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলাম।
সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য এ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে ফিল্মি কায়দায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুলকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়কভাবে পেটাতে পেটাতে ও বিভিন্ন জায়গায় ঘুরিয়ে শেষে জেলা প্রশাসক অফিসে তাকে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের জেল দেওয়া হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় জামিন শুনানির পর দুপুর ১২টায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

