মানবিক বিবেচনায় নামতে দেওয়া হচ্ছে কাতারের ফ্লাইট
বাংলাদেশিদের নিয়ে কাতার থেকে আসা একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে মানবিক বিবেচনায় ফ্লাইটটি অবতরণের সুযোগ দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৪ বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাব ঠেকাতে প্রথমে বিমানটি অবতরণের অনুমতি দেয়নি সিভিল এভিয়েশন।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানের সব যাত্রী বাংলাদেশি। কাতার থেকে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিমানটি অবতরণের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘মানবিক বিবেচনায় ফ্লাইট অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় অবতরণ করবে।’
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

