জুড়ীতে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফাইনাল সম্পন্ন
জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে জুড়ী কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় শাহজালাল স্পোর্টিং ক্লাব ৫৩ রানের ব্যবধানে জুড়ী উপজেলা ফাউন্ডেশন ক্রিকেট একাদ্বশকে হারিয়ে জয়লাভ করে।
উপজেলা কোয়াবের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ আল আজাদ সোহাদ, সহ সম্পাদক ইকবাল খান, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সাধারন কামরুল হাসান পলাশ, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান,সাইদুর রহমান প্রমুখ।
এশিয়াবিডি/ বেলাল/ মুবিন