মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী পালিত
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মৌলভীবাজার শ্রদ্ধা আর ভালবাসায় পালন করেছে সর্বস্থরের মানুষ।
মঙ্গলবার (১৭ মার্চ) এ উপলক্ষে নানা কর্মসূচি পালিত করেছে জেলা প্রশাসনসহ অন্যান্যরা।
সকালে মৌলভীবাজারে নব-নির্মিত বঙ্গবন্ধু মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা ও রাজনৈতিক দলের নেতারা। সেই সাথে বেলুন উড়িয়ে মুজিববর্ষের শুভ উদ্বোধন করা হয়।
পরে শহরের মেয়র চত্বরে মুজিববর্ষের মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সংসদ সদস্য নেছার আহমদ, নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ অন্যান্যরা। পরে গৃহহীনদের মধ্যে ঘরের চাবি বিতরণ করা হয়।
এছাড়া সার্কিট হাউসের ছাদ বাগান কার্যক্রম ও আল্পনা আঁকা পরিদর্শন শেষে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

