করোনা আতঙ্কে বন্ধ তাজমহল
মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী সাত হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ভারতে তাজমহলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) ভারতের পর্যটন মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দাবি, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় এর সংক্রমণ এড়াতে সতর্কতার অংশ হিসেবে আপাতত দর্শনার্থীদের জন্য তাজমহল বন্ধ থাকছে।
বিশ্লেষকদের মতে, প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য পর্যটক তাজমহল পরিদর্শনে আসেন। চলমান সংকটময় পরিস্থিতিতে তাদের মাধ্যমেও ভারতে ভাইরাসটি ছড়াতে পারে। মূলত এমন শঙ্কা থেকেই তাজমহল বন্ধের সিদ্ধান্তটি নেওয়া হলো।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনার থাবায় তিনজনের প্রাণহানিসহ মোট আক্রান্তের সংখ্যা ১২৯ জনে দাঁড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৬২টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৮৩ হাজার মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৭ হাজার ১৬৬ জনে পৌঁছেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।
বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

