নারিকেলের পাতার রং পরিবর্তন!

ঝিনাইদহে ঘটছে বিস্ময়কর ঘটনা! ঝিনাইদহের বিভিন্ন এলাকায় নারিকেল গাছের পাতার রং পরিবর্তন হতে শুরু করেছে! হঠাৎ করে সন্ধ্যার পর হতে এটি লক্ষ্য করা গেছে।

কাছ থেকে দেখলে মনে হয় পাতাগুলোয় স্প্রে চুনের মতো সাদা আবরণ। আবার মনে হচ্ছে কিছু কিছু পাতায় মাকড়সা জাল বুনেছে।

এই বিষয়টি নিয়ে নানান জল্পনা-কল্পনা ও নানা রকম কৌতূহল চলছে ঝিনাইদহ জেলা জুড়ে। এ রহস্যের উত্তর জানতে একে অপরের কাছে ফোন করে জানতে চাচ্ছেন কৌতূহলী জনতা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ