জুড়ীতে তৈমুছ আলীর শাহাদাত বার্ষিকী পালিত
সাবেক এমপি, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম তৈমুছ আলীর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার তৈমুছ আলী এমপি স্মৃতি পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও মরহুম তৈমুছ আলী এমপি সহ শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন জুড়ী কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা তফজ্জুল হক।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন জুড়ি উপজেলা দু্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুক আহমদ, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা,আওয়ামীলীগ নেতা আব্দুল লতীফ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন, হাফিজ সামছুল ইসলাম, জাবের আহমদ, মোমশাদ, মিশাদ, মিরাজ ,আদনানসহ মাদ্রাসার শিক্ষকও শিক্ষার্থীবৃন্দ। পরে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
উল্লেখ্য জুড়ি ও বড়লেখা আওয়ামীলীগের সংগঠক ও মুক্তিযোদ্ধের সংগঠক ছিলেন তিনি। তার নেতৃত্বে গড়া মোজাহিদ বাহিনী নিয়ে প্রতিরোধ যুদ্ধ করেন পাকবাহিনীর সাথে, শেরপুরে ও সিলেটে। যুদ্ধ চলাকালীন ভারতে ধর্ম নগরে যুদ্ধ শিবিরের প্রধান ছিলেন তিনি।১৯৭০ সালের নির্বাচনে সিলেট ১২ আসনে গন পরিষদ সদস্য নির্বাচিত হন। তারপর ১৯৭৪ সালে নিজ বাসার সামনে একদল আততায়ীর হাতে নির্মমভাবে শাহাদাত বরন করেন জুড়ী-বড়লেখার এ জনপ্রিয় নেতা।
এশিয়াবিডি/বেলাল/সাইফ

