হোম কোয়ারেন্টাইনে মৌলভীবাজারের ১৫১ জন
মৌলভীবাজারে করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। প্রবাসীদের সংস্পর্শে থাকা নিকট আত্মীয়দের সংখ্যাও বাড়ছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলায় ১০ জন, কুলাউড়ায় ২৪ জন, জুড়িতে ১৩ জন, বড়লেখায় ১৭ জন, শ্রীমঙ্গলে ৪১ জন, কমলগঞ্জ ৩৭ জন এবং রাজনগর ৯ জন মিলিয়ে সর্বমোট ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের রাখা হয়েছে তারা ইতালি, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যফেরত এবং তাদের নিকট আত্মীয়।
তাদের শরীরে করোনা ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কি না তা দেখার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে তাদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। আমরা সংবাদমাধ্যমের সাহায্যে সাধারণ মানুষকে বলতে চাই- কাজ ছাড়া বাইরে বের হবেন না, ভিড় এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলুন। শিশুদের, বৃদ্ধদের এবং গর্ভবতী মায়েদের বাসার বাইরে যেতে দেবেন না। সঠিক উপায়ে হাত ধোয়া এবং হাঁচি-কাশির নিয়ম মেনে চলুন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষ না হওয়ার আগ পর্যন্ত বিদেশ থেকে আগত লোকজন থেকে নিজেকে এবং পরিবারকে দূরে রাখুন।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগী পাওয়া গেলে সেখানে রেখে চিকিৎসা দেয়া হবে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

