মৌলভীবাজারে ৩ প্রবাসীকে জরিমানা
করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইন লঙ্গনের অপরাধে মৌলভীবাজারে তিন জনকে অর্থদÐ দিয়েছে জেলা প্রশাসন। দন্ডপ্রাপ্তরা ইউরোপ প্রবাসী বলে জানা গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।
তিনি জানান, শাস্তিপ্রাপ্তরা যাতে সামাজিকভাবে হয়রানির শিকার না হন তাই তাদের নাম ও পরিচয় আমরা গোপন করা হয়েছে। তিন জনকে ৫হাজার টাকা করে মোট ১৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার ঘোষিত কোয়ারান্টাইন লঙ্ঘনের অপরাধে ৩ জনকে অর্থদন্ড আরোপ করা হয়েছে। দয়া করে কেউ কোয়ারান্টাইন লঙ্ঘন করবেন না।
মৌলভীবাজারে জেলায় এপর্যন্ত ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে বেশীর বেশির ভাগই বিদেশ ফেরত, এদের মধ্যে কয়েকজন নিকট আত্মীয় ও রয়েছেন যারা তাদের সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। আমরা সংবাদের মাধ্যেম সাধারণ মানুষকে বলতে চাই, কাজ ছাড়া বাইরে বের হবেন না, ভীড় এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধ সরকারী নির্দেশনা মেনে চলুন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ