কুড়িগ্রাম ছাড়লেন ডিসি সুলতানা

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কুড়িগ্রাম ছেড়েছেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। বুধবার (১৮ মার্চ) দুপুরে তিনি কুড়িগ্রাম ছেড়ে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফার ইয়াসমিন।

জিলুফার ইয়াসমিন বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সব কর্মকর্তা-কর্মচারী ডিসির সরকারি বাসভবনে উপস্থিত হয়ে তাকে বিদায় জানান।

এর আগে ১৬ মার্চ মধ্যরাতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন সুলতানা পারভীন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মার্চ সুলতানা পারভীন দায়িত্ব গ্রহণ করেন এবং গত ১৬ মার্চ ২০২০ তাকে প্রত্যাহার করা হয়।

এর আগে ১৩ মার্চ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তাকে তুলে ডিসি কার্যালয়ে নিয়ে নির্যাতন শেষে মাদক দিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৫ মার্চ আরিফ মুক্তি পান। এই ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ