৩১ মার্চ পর্যন্ত বিপিএল স্থগিত
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি দেশের সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করেন ৩১ মার্চ পর্যন্ত।
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত করবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বাফুফের পেশাদার লিগ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘যেহেতু দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের প্রতিযোগিতা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে তাই আমরাও প্রিমিয়ার লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগও বন্ধ থাকবে। খেলোয়াড়দের নিরাপত্তা অবশ্যই সবার আগে। আমরা সে বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
১৩টি দল নিয়ে দেশের ৭টি ভেন্যুতে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুম।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ