জরুরি কিছু দোয়া

বর্তমান সময়ে বিশ্বের সকল মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে “করোনা ভাইরাস” নামে যে অদৃশ্য গজব এসেছে তার জন্য আল্লাহর কাছে আমাদের সব সময় তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ যেন তাঁর হাবিব (সাঃ) এর উছিলায় আমাদের মাফ করে হেদায়ত ও হেফাজত করেন। এবং সব সময় কিছু দোয়া পাঠ করতে পারি যেগুলো রাসূল (সাঃ) এর পবিত্র হাদিস মোবারক থেকে পাওয়া যায়। নিম্নে কয়েকটি দোয়া দেওয়া হলো।

اَللَّهُمَّ اَنْتَ رَبِّىْ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَا عَبْدُكَ وَاَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَاصَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَاَبُوْءُ لَكَ بِذَنْبِىْ فَاغْفِرْ لِىْ فَاِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ.

হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনিই আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনারই গোলাম। আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি আমার প্রতি আপনার যে নিয়ামত দিয়েছেন তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। আপনি আমাকে ক্ষমা করুন।(বুখারী শরীফ)

اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ – وَاَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَاَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ. ‏

হে আল্লাহ! আমি আপনার নিকট অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা ও বার্ধক্য হতে আশ্রয় চাই, আশ্রয় চাই ক্ববরের শাস্তি হতে এবং আশ্রয় চাই জীবন ও মরণের বিপদাপদ হতে। (বুখারী শরীফ)

اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيْعِ سَخَطِكَ.‏

হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই নিয়ামাত দূর হয়ে যাওয়া হতে, আপনার দেওয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, আপনার অকস্মাৎ শাস্তি আসা হতে এবং আপনার সকল প্রকার অসন্তুষ্টি থেকে। (মুসলিম শরীফ)

اَللَّهُمَّ اِنِّىْ اَسْأَلُكَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ – اَللَّهُمَّ اِنِّىْ اَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِى دِّيْنِىْ وَدُّنْيَاىَ وَاَهْلِىْ وَمَالِىْ – اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِىْ واٰمِنْ رَوْعَاتِىْ – اَللَّهُمَّ احْفَظْنِىْ مِنْ بَيْنِ يَدَىَّ وَمِنْ خَلْفِىْ وَعَنْ يَمِيْنِىْ وَعَنْ شِمَالِىْ وَمِنْ فَوْقِىْ وَاَعُوْذُ بِعَظَمَتِكَ اَنْ اَغْتَالَ مِنْ تَحْتِىْ.

হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা এবং আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আপনি আমার দোষত্রুটিগুলো ঢেকে রাখুন এবং ভীতিপ্রদ বিষয়সমূহ হতে আমাকে নিরাপদ রাখুন। হে আল্লাহ! আপনি আমাকে হিফাযাত করুন আমার সম্মুখ হতে, আমার পিছন দিক হতে, আমার ডান দিক হতে, আমার বাম দিক হতে এবং আমার উপর দিক হতে। হে আল্লাহ! আমি আপনার মার্যাদার ওয়াসিলায় মাটিতে ধ্বসে যাওয়া হতে আপনার কাছে আশ্রয় চাইছি। (সুনানে আবু দাউদ)

اَللَّهُمَّ جَنِّبْنِىْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ وَالْأَدْوَاءِ.

হে আল্লাহ! আমাকে ইসলাম গর্হিত স্বভাব ও মন্দ কাজ হতে, মন্দ কামনা হতে ও ব্যাধি হতে দূরে রাখো। (তিরমিযী ও বুলুগুল মারাম)

اَللَّهُمَّ اِنِّىْ أاَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ.

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং সমস্ত দুরারোগ্য ব্যাধি হতে। (সুনানে আবু দাউদ)

بِسْمِ اللهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْاَرْضِ – وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ.(ثَلاَثَ مَرَّاتٍ)

আল্লাহ তায়ালার নামে, যাঁর নামের বারাকাতে আকাশ ও মাটির কোন কিছুই কোন অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। [(তিন বার পড়া)
(সুনানে আবু দাউদ)]

لِىْ خَمْسَةٌ اُطْفِىْ بِهَا حَرَّ الْوَبَاءِ الْحَاطِمَةِ –
اَلْمُصْطَفٰى وَالْمُرْتَضٰى وَابْنَاهُمَا وَالْفَاطِمَةِ.

বিশেষ করে সময় মতো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে মাফি চাওয়া।

সূরা ফাতিহা, এখলাছ, ফালাক্ব ও নাস বেশি বেশি পড়া।

আয়াতুল কুরসী ও খতমে ইউনুসের দোয়া বেশি বেশি পড়া।

তাওবা ইস্তেগফার বেশি বেশি করা।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সবাইকে হেদায়ত ও হেফাজত করুন। (আমিন)

লেখক: ইমাম ও খতিব ওল্ডহাম জামে মসজিদ যুক্তরাজ্য।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 

আরও সংবাদ