করোনা: সারা বিশ্বে আড়াই কোটি মানুষ চাকরি হারাতে পারেন – আইএলও

করোনাভাইরাস এর কারণে বর্তমানে সারা বিশ্বের কার্যক্রম অচল হয়ে পড়েছে। এই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখেরো অধিক, মারা গেছেন ৮ হাজারেরো বেশি।

এর মধ্যেই আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও) তথ্য জানিয়েছে যে পুরো বিশ্বের সব দেশের সরকার যদি সুরক্ষামূলক ব্যবস্থা না নেয় তাহলে প্রায় আড়াই কোটি মানুষ চাকরি হারাতে পারে। বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই খবরটি প্রকাশ করেছে। সূত্র: রয়টার্স।
এরই মধ্যে সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট দেখে দিতে পারে বিভিন্ন প্রভাবশালী দৈনিক এবং বিশ্লেষকরা মতামত দিয়েছে।

তবে আইএলও বলেছে, ২০০৮ সালে বৈশ্বিক মন্দার সময় যেভাবে বিশ্বব্যাপি সমন্বিত উদ্যোগ নিয়েছিল, তেমনি উদ্যোগ এখন যদি নেওয়া হয় তাহলে বেকারত্বের এই হার কমতে পারে।

আইএলও এই দুর্দশা থেকে রক্ষায় বৃহৎ এবং জরুরী উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে। তারা জানিয়েছে এই উদ্যোগের পাশাপাশি আর্থিক প্রণোদনা ও দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে সহযোগীতা দিতে হবে উন্নত দেশগুলোকে।

এই উদ্যোগ হতে পারে সামাজিক সুরক্ষা,স্বল্পমেয়াদি কাজের পরিধির প্রসারর, ছোট ও মাঝারি আকারের শিল্পের শুল্ক হ্রাস। করোনার মহামারির আকার যদি স্বল্পমাত্রার ও হয় তাহলে অন্তত ৮০ লাখ মানুষ চাকরি হারাতে পারে। আর এর প্রভাব বেশি হলে বেকার হয়ে পড়বে প্রায় ২ কোটি ৪৭ লাখ মানুষ। ২০০৮ – ০৯ সালে বৈশ্বিক মন্দার সময় আর্থিক সময় চাকরি হারিয়েছিল ২ কোটি ২০ লাখ মানুষ। সূত্র : আইএলও।

আইএলও এর মহাপরিচালক গাই রাইডার বলেন, ” এটা শুধু বৈশ্বিক স্বাস্থ্য সংকট নয়, এটা বৈশ্বিক শ্রমবাজার ও অর্থনৈতিক সংকট। সারা পৃথিবীর মানুষ এর ওপর এই সংকটের ভয়ানক প্রভাব পড়বে। এর থেকে মুক্তি পেতে হলে বিশ্বের সব দেশ এক হয়ে কাজ করতে হবে। ২০০৮ সালে সারা বিশ্ব সংকট থেকে উত্তরণে যেভাবে এক হয়ে কাজ করেছিল এখন ও তেমনটা করতে হবে।বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে তেমনি নেতৃত্ব দরকার ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 

আরও সংবাদ