শিবচর লকডাউন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচরে সব ধরণের দোকান ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান খোলা থাকবে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরে দুপুর পর্যন্ত ২১২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুই জনকে রাজধানীতে আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের মতে, করোনা প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে ১শ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন প্রস্তুত করা হয়েছে। এছাড়া সদর হাসপাতালের পুরাতন ভবনের দুইটি কেবিনের চারটি এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি করে বেড প্রস্তুত করা হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ