করোনা: বাংলাদেশ বিমানের আবুধাবি-দুবাই ফ্লাইট বন্ধ
প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বের ১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইউরোপে। করোনা ভাইরাস পরিস্থিতির চরম অবনতি হওয়ায় দেশে সংক্রমণ ঠেকাতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে দেশটির দুবাই ও আবুধাবি রুটে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা সব যাত্রীর জন্য বাংলাদেশের দরজা বন্ধ হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মোকাব্বির হোসেন।
মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সংযুক্ত আরব আমিরাত সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে আগামী দুই সপ্তাহ সব ধরনের এন্ট্রি ভিসা বন্ধ থাকবে। দেশটির এমন ঘোষণার পরপরই এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্থানীয় সরকারের সিদ্ধান্তের কারণে এর আগেও বেশ কয়েকটি রুটে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

