করোনা: মৌলভীবাজারে জোহরা আলাউদ্দিনের লিফলেট বিতরণ
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসচেতনা তৈরী করতে মৌলভীবাজার শহরে লিফলেট বিতরণ করেছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে শহরের পশ্চিমবাজার এলাকায় তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় তার সাথে ছিলেন- জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিলা আহমদ, সদস্য শিপা বেগম ও পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোজিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।
সৈয়দা জোহরা আলাউদ্দিন জনগণকে সতর্কতার সহিত ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান। বিদেশ থেকে দেশে আসা লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ