করোনার প্রভাব: বিয়ে স্থগিত করলেন ছাত্রদল নেতা

ছবিঃ এশিয়াবিডি (সম্পাদিত)

করোনা ভাইরাসে প্রভাবে নিজের বিয়ে স্থগিত করলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক ছাত্র নেতা।

জানা যায়, করোনা ভাইরাসের কারনে দেশে যখন সংকটময় অবস্হা। দেশে বিবাহ সহ গণ জমায়েত নিষিদ্ধ করেছে সরকার। সেই দিক বিবেচনা করে নিজের বিয়ে স্থগিত করলেন জুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন কামরুল।

এদিকে তার বিয়ের তারিখ ছিলো আগামী ২৩ মার্চ সোমবার। আর মাত্র তিন দিন পর।

মোতাহার হোসেন কামরুলের বড়ভাই দেলওয়ার হোসেন এশিয়াবিডিকে জানান, আমার ছোট ভাইয়ের বিয়ের তারিখ ছিলো আর মাত্র তিন দিন পর। করোনা ভাইরাসের কথা বিবেচনায় রেখে পারিবারিক ভাবে বিয়ের সকল আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি স্বাবাভিক হলেই বিয়ে অনুষ্ঠিত হবে।
এশিয়াবিডি/বেলাল/সাইফ

আরও সংবাদ