এখনই বন্ধ হচ্ছে না রেল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার।  একইসঙ্গে গণপরিবহনে চলাচলেও সর্তকতা আরোপ করা হয়েছে।  কিন্তু দেশের গণপরিবহনের সবচেয়ে বড়খাত রেল এখনই বন্ধ হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জল হক রাইজিংবিডিকে বলেন, রেল সরকারের প্রধান গণপরিবহন। অনেক জেলায় ট্রেন সবচেয়ে সহজ পরিবহন।  সার্বিক বিষয় বিবেচনায় এখনই রেল বন্ধের সিদ্ধান্ত হয়নি। তাছাড়া এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনারও প্রয়োজন রয়েছে।

তবে চলাচলের ক্ষেত্রে বিভিন্ন রকম সতর্কতা ও নির্দেশনা আরোপ করা হয়েছে বলে তিনি জানান।

করোনার কারণে রেলে যাত্রী পরিবহনও অনেক কমেছে।  এ বিষয়ে সচিব জানান, গত এক সপ্তাহে রেলের আয় অনেক কমেছে। তবে এখনো এ বিষয়টির পরিসংখ্যান তৈরি করা হয়নি।

তিনি আরো বলেন, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি, অবশ্যই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে দেশের সব ধরনের ট্রেনের অগ্রিম টিকিট এখন থেকে ১০ দিনের পরিবর্তে পাঁচ দিন আগে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।  আগামী সোমবার (২৩ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ