ইসলামী যুব সমাজের উদ্যোগে সাবান বিতরণ ও কীটনাশক ব্যাবহার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাটাজুরি ইসলামী যুব সমাজের উদ্যোগে গ্রামের সকল বাড়িতে এবং কলোনিতে ডেটল সাবান বিতরণসহ বিভিন্ন বাজারে ও প্রতিটি বাড়ির আঙিনায় প্রতিরোধক কীটনাশক ছিটানো হয়।

বুধবার (২৫ মার্চ) কাটাজুরি ইসলামী যুবসমাজের প্রত্যাহিক জনসেবার অন্তর্ভুক্ত জনসেবা ও জনসচেতনতার লক্ষ্যে, বর্তমান বিশ্বের মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলার জন্য কাটাজুড়ি গ্রামের অন্তর্ভুক্ত সকল বাড়িতে এবং কিছু কলোনিতে ডেটল সাবান প্রদান এবং গোবিন্দবাটি বাজার সহ প্রতিটি বাড়িতে এবং আঙিনায় ভাইরাস প্রতিরোধক কীটনাশক ছিটানো হয়।

সাবান বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটাজুরি ইসলামী যুবসমাজের সভাপতি শামিম খান ও সেক্রেটারি জাকের খানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এশিয়াবিডি২৪/ডেস্ক/কামরান

আরও সংবাদ