গ্রামীণ জনপদে স্কাউট সদস্যের জনসচেতনতা কার্যক্রম!

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট এর সদস্য মোঃ জসিম উদ্দীন এর উদ্দোগে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা থানার একটি প্রতন্ত্য গ্রাম ফয়েজুল্লাপুরে করোনা ভাইরাস এর প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরন এবং দ্বারে দ্বারে সচেতনা মুলক বার্তা প্রদান করেন।

বুধবার (১ এপ্রিল) সুনামগঞ্জের শাল্লা থানার ফয়েজুল্লাপুর গ্রামে করোনাভাইরাস এর প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরন এবং দ্বারে দ্বারে সচেতনতামুলক বার্তা প্রদান করেন মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের রোভার স্কাউটের সদস্য জসীম উদ্দীন ও তার বন্ধুরা।

এসময় কর্মসূচিতে তার সাথে সহযোগিতায় ছিলেন, স্থানীয় ইউ.পি মেম্বার জনাব লালচান মিয়া এবং তার বন্ধু সনজিত, সমীর, অনিক। তাদের সকলের প্রচেষ্টায় তারা উক্ত কার্যক্রম সফলভাবে সমাপ্ত করে।

জসিম উদ্দীন এশিয়াবিডিকে জানান, যে গ্রামের মানুষ করোনা ভাইরাস (কভিড-১৯) সম্পর্কে প্রচুর অসচেতন এবং আতংঙ্কিত, তাই তার দাবি সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং সরকারের মাঠ পর্যায়ের লোকেদের গ্রামের দিকে জোরালো নজর দেওয়ার প্রয়োজন।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ